কেন আমাদের দেশ অন্যান্য দেশের থেকে এতো পিছিয়ে?
কেন আমাদের দেশ অন্যান্য দেশের থেকে এতো পিছিয়ে?
কেন আমাদের দেশ অন্যান্য দেশের থেকে এতো পিছিয়ে? একটা দেশের Power নির্ভর করে দেশের অর্থনীতির ওপর l কেন যতই দিন যাচ্ছে দেশের GDP ততই কমছে?এইসব এর কারণ যুবসমাজ শুধু একটা চাকরির পাওয়ার জন্য জীবনের অর্ধেক সময় দিয়ে দিচ্ছে, চাকরি দেওয়ার কথা কেও ভাবছে নাl l আমি business করার কথা বলছি , আমেরিকা বা অন্যান্য devloped দেশ গুলো কেন এগিয়ে যাচ্ছে দিনের পর দিন? কারণ ওই সব দেশ গুলোর যুবসমাজ একটা সুরক্ষিত চাকরি এর জন্য দেশের সরকার এর মুখে মুখ চেয়ে বসে থাকে না, কখন SSC হবে তার আশায় আমাদের দেশের মতো l আর যুবসমাজ কেও খুব একটা দোষ দেওয়া যাই না কারণ দেশের Education System টাই ঠিক নেই l আমাদের পরিবার, স্কুল, কলেজ শুধু শেখায় ভালো করে পড়াশুনা করে একটা ভালো কলেজ থেকে ভালো ডিগ্রী নিয়ে চাকরি খুঁজে বেড়াতে l school -colleg শুধু employee তৈরী করে, Business person নয় l চাকরি করে শুধু নিজের স্বার্থ পূরণ করা যায় , দেশের সেবা নয় l school -college শেখায় কিভাবে টাকা এর জন্য কাজ করতে হয়, টাকা কে কিভাবে কাজ করাতে হয় তা তারা শেখায় না l তাই আমাদের দেশের মানুষ মাথার ঘাম পায়ে ফেলে খেটে যায় মৃত্যুর আগে পর্যন্ত l আমি মনে করি টাকা কে কিভাবে খাটাতে হয় তা শেখানোর প্রয়োজন আছে l অনেকেই বলবে হয়তো টাকা খুব খারাপ, " Money is the root of all evil". এসব কথা তারাই বলে যাদের জীবনে টাকার ঘাটতি আছে, যারা টাকার জন্য খুব struggel করে l কোন এক মহাপুরুষ ঠিকই বলেছেন -- "জীবনে যুদ্ধ করতে যারা ভয় পাই তারাই আশ্রম খুলে ধর্মের বাণী বলে" l খারাপ parpus এ টাকা use করলে টাকা খারাপ হয় না , Parpus টা খারাপ l শুধু Active Income নয় Passive Income এর কথাও ভাবতে হবে l প্রকৃতি শুধু এটাই বলে যদি জীবনে অধিক কিছু পেতে চাও তো তার জন্য অধিক ঝুঁকি ওঠাতে হয় l কিন্তু যারা Comfort Zone থেকে বেরিয়ে ঝুঁকি নিয়েছে তারাই আজ Successful l একটা Business build করা মানে তুমি দেশের Economy এর ভিত টা টেনে তুললে, আমাদেরকেই দেশের অর্থনেতিক উন্নতির ভিত টা টেনে তুলতে হবে l আমেরিকা বা other যে সব Devloped country গুলোর সাথে যতই বন্ধুত্ব স্থাপিত হোক না কেন কোনো দেশেই এগিয়ে আসবে না l এই Contribute টা দেশের সেনা জওয়ান এর দ্বারা সুরক্ষা এর চেয়ে কোনো অংশে কম নয় l ভাবতে অবাক লাগে পরমাণু বোমা বিস্ফোরণে বিস্ফোরিত একটা দেশ এই কম সময় এর মধ্যে এত এগিয়ে যাচ্ছে l হাঁ আমি JAPAN এর কথা বলছি l তো দেশের যুবসমাজ এর কাছে একটা প্রশ্ন আমরা কি এগিয়ে যাবো ? নাকি চিরকাল পিছনেই রয়ে যাবো?
---- Søurav Kundu
0 Comments
Thank you for your visit.
Please share with others....